December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় 3 পর্যটকের মৃত্যু

ঝাড়খণ্ডের দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় 3 পর্যটকের মৃত্যু | আহত হয়েছেন 8 জন পর্যটক | আটকে রয়েছে অন্তত 48 জন পর্যটক |

ঘটনাটি ঘটেছে রবিবার দেওঘর ত্রিকূট পাহাড়ে | জানা গিয়েছে পাহাড়ি এলাকায় ওঠার জন্য ব্যবহার করা হয় রোপওয়ে | তাতেই পাহাড়ে উঠছিলেন পর্যটকরা | মাঝখানের রোপওয়ে ভেঙে পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জন পর্যটক এর | আহত হয়েছেন আরো 10 জন | তাদেরকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় | তবে প্রত্যেকের অবস্থাই গুরুতর বলে জানা গিয়েছে |