নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রানাইটের নেতাজির পূর্ণবয়ব মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে | আজ অর্থাৎ রবিবার নেতাজির জন্মদিনে হলোগ্রাম মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | নেতাজির মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী জানান, “ভারতের বীর সন্তান নেতাজিকে কোটি কোটি প্রণাম | এ এক ঐতিহাসিক দিন | স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন নেতাজি | এই মূর্তি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি | নেতাজি সেই ব্যক্তি যিনি ব্রিটিশদের বলেছিলেন ভিক্ষা নেবো না, স্বাধীনতা অর্জন করব |” নেতাজি মূর্তি উদ্বোধন এর কথা আগেই টুইট করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব