
প্রতিদিনই যেন লাফিয়ে বাড়ছে দেশে করনা আক্রান্তের পরিসংখ্যান | করা বিধিনিষেধের চাদরে মোড়া রয়েছে দেশ | তবুও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণের সংখ্যা |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশের 132 টির জেলায় পজিটিভিটি রেট 10 শতাংশের বেশি | গত 24 ঘন্টায় 1 লক্ষ 94 হাজার 720 জন | যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি | করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 442 জন | এখনো পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা 4 লক্ষ 84 হাজার 655 জন | এখনো পর্যন্ত দেশে 3 কোটি 46 লক্ষ 30 হাজার 534 জন করোনা মুক্ত হয়েছেন |
More Stories
ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য স্পেসএক্সের সঙ্গে নয়া চুক্তি জিওর
5g পারফরমেন্সে শীর্ষস্থানিয় এখন রিলায়েন্স জিও
গুজরাটে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী