
মালদাঃ-দুইটি আগ্নেয়াস্ত্র কাতুর্জ ও হাঁসুয়া সহ পাঁচজন দুস্কূতিকে গ্রেফতার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সফিকুল শেখ(৩৩),আক্তার আলম(২৪),আমিরুল শেখ(৪০),আবরাউল মোমিন(২৩),মাসিদুর শেখ(২১)। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। এদিন গোলাপগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অর্ন্তগত মোজপুর সেতুর কাছে সন্দেহ ভাজন পাঁচজনকে আটক করে তল্লাশী চালালে তাদের কাছ থেকে দুইটি পাইপ গান কার্তুজ ও হাঁসয়া উদ্ধার হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়। তবে তারা কি উদ্দ্যেশে সেখানে জমায়েত হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন