February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নেহেরু যুব কেন্দ্র ও নেচার এন্ড ট্রেকার্স ক্লাবের যৌথ উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র ও নেচার এন্ড ট্রেকার্স ক্লাবের যৌথ উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে‌।

শনিবার সকালে এই দৌড়ের সূচনা হয় কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে থেকে এবং শেষ হয় জলপাইগুড়ি রাজবাড়ির সামনে। সংস্থার ২০ থেকে ২২জন সদস্য এই দৌড়ে অংশগ্রহণ করেন।

দৌড় শেষে রাজবাড়ি প্রাঙ্গণে ‘স্বাধীনতা আন্দোলন ও জলপাইগুড়ি’ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক উমেশ শর্মা সহ অন্যান্যরা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রদোষ কুসুম দাস, সহ সভাপতি মিহির ব‍্যানাজি, এনটি শেরপা আধিকারিক নেহেরু যুব কেন্দ্র , ভাস্কর দাস সহ অন‍্যান‍্যরা।