জঙ্গল বন্ধের সুযোগ নিয়ে কাঠ পাচার বারছে ডুয়ার্স এলাকায়। এই সময় যেহেতু জঙ্গলে ভেতরে প্রবেশ নিষেধ, তাই এই সুযোগে জাঙ্গলের গাছ কেটে পাচারের প্রবনতা বেরেছে।
এই ভাবেই বুধবার মালবাজার মহকুমার চালসার মঙ্গলবাড়ি বাজারে ৩১ নং জাতীয় সড়কে একটি গাড়ি সমেত ২ লক্ষ টাকার শালকাঠ উদ্ধার করল চালসা রেঞ্জের বনকর্মিরা। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে বনদপ্তরের কাছে খবর আসে একটি গাড়ি বোঝাই শালকাঠ পাচারে উদ্দেশ্যে চালসা থেকে লাটাগুড়ির যাচ্ছে। এরপরই বনকর্মিরা মঙ্গলবাড়ি বাজার এলাকা ওত পেতে থাকে। গাড়িটি সামনে এলেই গাড়িটিকে ঘেরাও করে ধরে বনকর্মিরা। এরপরই কাঠ মাফিয়ারা গাড়ি ফেলে পালিয়ে যায়।
চালসা রেঞ্জের রেঞ্জার পল্লব মুখার্জি বলেন, বাজোয়াপ্ত হওয়া শালকাঠের আনুমানিক বাজার মুল্য দুইলক্ষ টাকা।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী