
বরানগরের কুটি ঘাটে পুরনো বাড়ি পরিষ্কার করতে গিয়ে জঞ্জালের ভেতর পড়ে থাকা বোমা বিস্ফোরণে আহত 3 শ্রমিক। বরানগর কুটি ঘাটে ছিল বরানগর ফারি, সেই পরিত্যক্ত থানার জঞ্জালের মধ্যে রাখা ছিল বোমা। আজ শ্রমিকরা সেখানে পুরনো বাড়ি ভেঙে পরিষ্কার করতে যাওয়ার সময় হঠাৎই একটি বোমা বিস্ফোরণ হয় জখম অবস্থায় তিনজনকে সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ ওই পুরনো ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়