
প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য জলপাইগুড়ি বারোপেটিয়া এলাকায়।
রবিবার সাতসকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বারোপেটিয়া ঝাকুয়া পাড়া এলাকায়র একটি চা বাগানের পাশে থাকা গাছে একইসাথে এক বিবাহিত পুরুষ ও এক বিবাহিত মহিলার দেহ ঝুলতে দেখে এলাকাবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসীরা খবর দেয় পুলিশকে।
স্থানীয় সুত্রে জানা গেছে পুরুষ দেহটি স্থানীয় এলাকার। তার নাম ক্ষীরমন রায়। মহিলা পাশের গ্রাম পাতিলাভাসা এলাকার বাসিন্দা।
এলাকাবাসীদের বক্তব্য এদের দুজনের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিলো। যার যেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন