
বিপ্লব বঙ্গ, নদীয়া কল্যাণী :- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানা। গ্রেপ্তার হওয়া যুবক বুদ্ধ মাহাতো (২৮)।নদীয়া জেলার কল্যাণী বিধানসভা অন্তর্গত চর জাজিরা এলাকার বাসিন্দা। গতকাল কল্যাণী সংশোধনাগারের সংলগ্ন রেলগেট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে কল্যাণী থানা। ওই যুবকের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ ওই যুবককে পাঠানো হয় কল্যাণী মহাকুমার আদালতে।।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা