July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

90 হাজার ছাপিয়ে গেল সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা

করোনা ভাইরাসের গ্রাসে গোটা বিশ্বে মৃত্যু-মিছিল চলছে। বিশ্বের মোট 189 টি দেশ মারন ভাইরাসের কবলে৷ তার মধ্যে প্রতিনিয়ত ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়তে বাড়তে 90 হাজার ছাড়িয়ে গেছে৷ করোনা ভাইরাস এ সংক্রামিত হয়েছেন 15 লাখের বেশি মানুষ৷ যদিও স্বস্তির খবর, এদের মধ্যে সুস্থ হয়েছেন 330000 মানুষ৷ বিশ্বের সব দেশ গুলিতে কমবেশি করোনা থাবা বসিয়েছে৷ তার মধ্যে আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স এই দেশ গুলি করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে৷ ইতালিতে বর্তমানে করো না আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 18 হাজার মানুষের। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা৷ সেখানে মৃত্যু হয়েছে 15000 হাজারের বেশি মানুষের। এরপর রয়েছে ফুটবলের দেশ স্পেন৷ সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 15231 জনের৷ পাশাপাশি 10 হাজার ছাড়িয়ে গিয়েছে ফ্রান্সের মৃত্যুর সংখ্যা।

তবে এর তুলনায় ভারতের চিত্র অনেকটাই ভালো৷ সেখানে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 199 জনের৷ এবং আক্রান্ত হয়েছেন 6812 জন।