নিজেস্ব প্রতিনিধি, নিজস্ব উদ্যোগে বাস ভাড়া করে ৪৭ জন আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনলো দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস৷ ওই ৪৭ জন পরিযায়ী শ্রমিককে ছত্রিশগড়ের রায়পুর থেকে ফিরিয়ে আনা হয়। এই শ্রমিকের অধিকাংশরই বাড়ি বালুরঘাট ব্লকে। এছাড়াও গঙ্গারামপুর হিলি ব্লকের বেশকিছু শ্রমিক ছত্রিশগড়ের রায়পুর আটকে ছিল বিগত দুই মাসেরও বেশি সময় ধরে।
যে নির্মাণ সংস্থার পক্ষ থেকে শ্রমিকরা ওখানে কাজ করতে গিয়েছিল তারা কিছুদিন তাদের খাবার ব্যবস্থা করলেও শেষের দিকে আর খাবার ব্যবস্থা হয়নি। কার্যত অর্ধাহার অনাহার দিন কাটাতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। এদিন বাড়ি ফিরতে পেরে খুশি তারা। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের খাসপুর স্বাস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের স্বাস্থ্য পরিক্ষা করে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার বন্দোবস্ত করে স্বাস্থ দপ্তর।