দিন দিন যে হারে করোনা থাবা বসাচ্ছে তাতে লকডাউন ছাড়া আর উপায় নেই বলেই মনে করা হচ্ছে | এবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ওড়িশা লকডাউন এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন | তিনি ঘোষণা করেন, রাজ্যস্তরে চলবে 30 এপ্রিল পর্যন্ত | এর পাশাপাশি 17 জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে| পরিস্থিতি উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি |
সারাদেশ জুড়ে 14 এপ্রিল পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন | কিন্তু একে একে প্রত্যেকটা রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে | অন্যদিকে দেশের অর্থনীতির কথা মাথায় রাখতে হচ্ছে | 14 এপ্রিল এরপর হটস্পট ভাগ করে লকডাউনের কথা চিন্তা-ভাবনা করা হয়েছিল | কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও লকডাউনের সময়সীমা কে বাড়ানোর দিকে এগোচ্ছেন | জানা গিয়েছে, এ বিষয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোটামুটি ভাবে স্পষ্ট করে দিয়েছেন যে 14 এপ্রিলে শেষ হচ্ছে না লকডাউন | একাধিক রাজ্যে বাড়তে পারে লকডাউন এর সময়সীমা | দেশের এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন, লকডাউন আরো বাড়ানো প্রয়োজন রয়েছে | তবে সে ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার দিকেই তাকিয়ে গোটা দেশ |