Gমালদা-বাড়ির সামনে জল ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত ২ ভাই। চপার দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ২ ভাই সেরাজুল নাদাব(৩২) ও নুর সালাম নাদাব(৩০)। ইংলিশবাজার থানার অমৃতির বানিয়াগ্রামে বাড়ি তাঁদের। তাঁদের বাড়ির সামনে জল ফেলার অভিযোগ বাচ্চু নাদাব-সহ ৫ জনের বিরুদ্ধে। জল জমে থাকায় যাতায়াতে অসুবিধে হচ্ছে তাঁদের। বুধবার সন্ধের দিকে প্রতিবাদ করলে সেরাজুল ও নুর সালামের ওপর আক্রমণ চালায় অভিযুক্তরা। থানায় অভিযোগ জানাচ্ছে আক্রান্তের পরিবার।

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা