মালদা-দীর্ঘদিন ধরে জলের তলায় বেশ কিছু পরিবার। পুরসভায় জানিয়েও কোনও কাজ হচ্ছিল না। ফলে নিজেরাই কিছু কিছু করে আর্থিক সাহায্য করে রাস্তা নির্মাণ করেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। বর্ষার সময় গোটা এলাকা জলের তলায়। এই অবস্থায় আবার ইংলিশবাজার পুরসভার দ্বারস্থ হয়েছেন ইংলিশবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের লেক গার্ডেনের বাসিন্দারা। এদিন জলামগ্ন এলাকা পরিদর্শন করেন প্রশাসক সুমালা আগরওয়ালা। ছিলেন সহ প্রশাসক চৈতালি সরকার, প্রাক্তন কাউন্সিলর শুভদ্বীপ সান্যাল প্রমুখ। এদিন সুমালা আগারওয়ালা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করতে চাইছি। আপাতত জল বের করার ব্যবস্থা করতে হবে। এখানকার মিউটেশন দেওয়া আপাতত বন্ধ। ফলে এখানে নতুন করে কেউ বাড়িঘর করবেন না। তারপর ধাপে ধাপে আমাদের কাজ করতে হবে।’
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী