হোলিতে ৬টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল | ট্রেনগুলি চলবে শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে।
প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ দোল। রঙের উৎসবে মেতে উঠতে প্রস্তুত ছোট থেকে বড় সকলে। আর কয়েকদিন পর থেকেই দোকানে-বাজারে দেখা যাবে নানা রঙের আবিরের বাহার। আনন্দের সেই উৎসবকে সার্থক করে তুলতেই যাত্রী পরিষেবায় বাড়তি ট্রেন চালাবে ভারতীয় রেল।যাতে চেপে ঘরে ফিরবেন অসংখ্য মানুষ। ঐদিন কলকাতা থেকে জয়নগরের ট্রনটি ছাড়বে ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে। ২৫ মার্চ সকাল সাড়ে ন’টার সময় মালদহ থেকে ছাড়বে আনন্দ বিহারের ট্রেনটি। মালদহ থেকে বালসাদের ট্রেনটি ছাড়বে ২৪ ও ৩১ মার্চ সকাল সাড়ে ন’টার সময়।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি