July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

“হাতে খড়ি” সংস্থার উদ্যোগে রক্তদান শিবির দুবরাজপুরে

করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করছে সারা দেশে। বাদ যায়নি আমাদের রাজ্যও। ফলে জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের অভাবও দেখা দিয়েছে। আর এই করোনা মহামারীর সময়ে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছে “হাতে খড়ি” নামে এক সামাজিক সংগঠন। আজ দুবরাজপুরের রঞ্জনবাজারের ক্রিকেট স্টেডিয়ামের মুক্ত মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই সংস্থার সদস্য সহ অন্যান্যরা মিলে মোট 60 জন রক্তদান করেন। “হাতে খড়ি” সংস্থার এক সদস্য জানান, এই করোনার সময়ে রক্তের শূন্যতা দেখা যাচ্ছে। এমনকী সিউড়ি সদর হাসপাতাল থেকে আমাদের ফোনও করা হয়েছিল রক্তদান শিবির করার জন্য। তাই আমরা কোভিড প্রোটোকল মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ এই শিবিরের আয়োজন করেছি। পাশাপাশি একজন রক্তদাতা জানান,এটা খুব ভাল উদ্যোগ। বর্তমান সময়ে এই মুহূর্তে চারিদিকে রক্তের প্রয়োজন। তাই এই উদ্যোগ খুব প্রশংসনীয়।