
মালদা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে মালদা শহরের একাধিক শপিং মল গুলিতে তল্লাশি চালালো ইংরেজবাজার থানার পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথের নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার দুপুরে মালদা শহরের একাধিক শপিং মল গুলিতে তল্লাশি অভিযান চালান। এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের একাধিক শপিং মল, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকা গুলি তল্লাশি অভিযান করা হলো। তার পাশাপাশি শহরে ঢোকার মুখে নাকা চেকিং এবং জেলা লাগোয়া সীমান্তবর্তী এলাকায় গুলিতে নাকা চেকিং থাকছে।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন