December 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সোশ্যাল মিডিয়া ট্রেনিং “বয়কট পাঠান”

সোশ্যাল মিডিয়া ট্রেনিং “বয়কট পাঠান” । নেট দুনিয়ায় একাংশ অনুরাগী গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। পাশাপাশি মধ্যে প্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা |

প্রসঙ্গত, কয়েকদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের “পাঠান” ছবির “বেশরম রং” গানটি | এই গানের দীপিকা এবং শাহরুখের যে দৃশ্য দেখা গেছে, তা নিয়ে মূলত অনুরাগীরা নেট দুনিয়া তোলপাড় করলেন | পাঠান ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপতি জানান মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র | তিনি টুইট করে জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন | এই দৃশ্যগুলি বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না” |