
সানি লিওনের ফ্যাশন শো ঘিরে প্রবল বিস্ফোরণ | ঘটনা ঘিরে চাঞ্চল্য | জানা গিয়েছিল গতকাল অর্থাৎ রবিবার সানি লিওন একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা ছিল | সেই উপলক্ষে চলছিল জোর কদমে প্রস্তুতি |
কিন্তু তার ঠিক আগে শনিবার সন্ধ্যায় এক প্রবল বিস্ফোরণ ঘটে | বিস্ফোরণের শব্দে চমকে ওঠেনি এলাকাবাসীরা | এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে | ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে |
জানা গিয়েছে যেখানে সানি লিওনের ফ্যাশন শো হওয়ার কথা ছিল, তার থেকে মাত্র ১০০ মিটার দূরে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে | তবে হতাহতের কোন খবর নেই | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’