সাদা কালোর আবহে ক্যামেরার সামনে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী | ‘দম ভর যো উধর মুহ ফেরে…’, ক্যাপশনে এই গানের কথা লিখেই শিলাদিত্য দত্তর তোলা ছবিগুলি আপলোড করেছেন ঋতাভরী | ছবিতে দেখা যাচ্ছে চোখে কাজল | পরনে ডিপ নেক ব্লাউজ এবং প্রিন্টেড শাড়ি | গলায় মুক্তোর মালা |
ঋতাভরী চক্রবর্তীর রূপের ছটায় মুগ্ধ নেটিজেনরা | কেউ কেউ তাকে মহানায়ক সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন | “একেবারে সুচিত্রা সেনের মতো দেখতে লাগছে”, এমন কথা লেখা হয়েছে ঋতাভরীর পোস্টের কমেন্ট বক্সে | সঙ্গে কেউ কেউ আবার তার রূপকে মধুমালার সঙ্গেও তুলনা করেছেন |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী