দুর্গাপুরে মোদির সভার পর অনুষ্ঠানস্থলের বেহাল দশা। তা নিয়ে সরব তৃণমূল। একুশে জুলাইয়ের আগে সভামঞ্চ পরিদর্শনে এসে প্রধামন্ত্রীর নাম না করে সেই ইস্যুতে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ধর্মতলার সভামঞ্চ থেকে তিনি বলেন, “আমরা প্রোগ্রাম করে সব জায়গাটা পরিষ্কার করে দিই। অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর, ডোবা বানিয়ে চলে যায়। আমরা দায়বদ্ধ।” একুশের সমাবেশে এদিন সকলকে আরও একবার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। তবে ভরা বর্ষায় সামান্য সমস্যা যে সকলের হতে পারে, সে কথা মাথায় রেখে প্রশাসনকে তাঁর নির্দেশ, “সাধারণ মানুষের কাল একটু সমস্যা হবে। কষ্ট করে অনেকে কাল আসবেন। সকলকে আমার কৃতজ্ঞতা। সকলের সহযোগিতা চাইছি। প্রশাসনকে বলছি, বাস আসলে ৩ কিলোমিটার দূরে দাঁড় করাবেন না। ব্রিগেড জলে ডুবে গিয়েছে। কাদায় গাড়ি আটকে গেলে সমস্যা হবে।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী