
সপ্তাহ কেটে গিয়েছে মেয়ে ঐন্দ্রিলার মৃত্যু হয়েছে | কিন্তু তারপর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন সব্যসাচী চৌধুরী | এর পরেই আজ সোশ্যাল মিডিয়ায় উঠে আসে ঐন্দ্রিলার মায়ের আবেগ ঘন বার্তা |
প্রসঙ্গত, দুবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা | এরপর নভেম্বর মাসে ব্রেন স্ট্রোক হয় | কিন্তু সেই ধাক্কা সামলাতে পারেনি অভিনেত্রী | টানা 20 দিন হাসপাতালে থাকার পরও মৃত্যু হয় | শত চেষ্টা করেও হয়নি শেষ রক্ষা ।
ঐন্দ্রিলার মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়া থেকে নিজের সমস্ত পোস্ট ডিলিট করে দেন সব্যসাচী | তবে এরই মাঝখানে শোনা যায় সব্যসাচীর অসুস্থতার কথা । কিন্তু সে কথা ফেক বলে জানান অভিনেতা সৌরভ দাস ।
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’