আবারো শোকের ছায়া টলিপাড়ায় | প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায় | গত কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পর এদিন সকাল 8:30 নাগাদ জীবন যুদ্ধ শেষ করেন তিনি | ক্যান্সারের সমস্যায় গত 16 মে থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি | হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা | শুভময়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড |
অভিনেতার প্রয়াণের পর পরিচালক অয়ন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চলে গেল শুভদা | বিভিন্ন জনের মিমিক্রি করতে ক্লান্ত ছিল না শুভ দা” |অভিনেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় লিখেন, “ভালো থেকো শুভদা | আর কিছু বলবো না” |
বাংলা ধারাবাহিকের পাশাপাশি নাটকেও অভিনয় করতেন তিনি | ছবিতে সংলাপ লেখার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি | কমেডি থেকে শুরু করে নেগেটিভ চরিত্রে সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়