March 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো মাল‍দহের চাঁচল থানার পুলিশ

মালদা:২৮ সেপ্টেম্বর শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো মাল‍দহের চাঁচল থানার পুলিশ।অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করা হয়।ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।পুলিশ জানায়,ধৃতরা হল সামাদ আলি(২৯),মর্তুজ আলি(২০) ও সাহেব আলি(২২)।ধৃত দিনজনই চাঁচল থানা এলাকার বাসিন্দা।পুলিশ আরোও জানায়,সোমবার গভীর রাতে প্রায় দশজনের মতো জড়ো হয়েছিল চাঁচলের পাহাড়পুর এলাকায়।পুলিশি অভিযান চলাকালীন দৃশ‍্যটি নজরে আসে পুলিশের।ধড়পাকড় করতে গেলে বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে সশস্ত্র গ্রেফতার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান,তারা ডাকাতির উদ্দ‍েশ‍্যেই জড়ো হয়েছিল।উদ্ধার হয়েছে দুটি রড ও একটি হাঁসুয়া,লঙ্কার গুঁড়ো ও একটি বাইক।
ধৃত তিনজনকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।