
শনিবারেও ১৫ ডিগ্রির নিচেই থাকলো তাপমাত্রার পারদ | আজ সকালে কুয়াশা ঢাকা ছিল আকাশ | বেলা বাড়তে আকাশ পরিস্কার হয় | তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে | নববর্ষের প্রথম সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে এই শীত |
শীতের মৌসুমে ঠান্ডা কোথায় এতদিন সেই চিন্তায় অতিষ্ঠ ছিল রাজ্যবাসী | এবার ফের শীতের আমেজ বাড়তেই খুশি শীতবিলাসীরা | বৃহস্পতিবার ভোর থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা | কমপক্ষে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস | তাপমাত্রা যেভাবে পড়েছে তা চলবে মাত্র তিন দিন | ফের পয়লা জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.8 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন