July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লরি নীচে চাপা পড়ে মৃত্যু টোটো চালক ও এক যাত্রীর

গঙ্গারামপুর: লরি নীচে চাপা পড়ে মৃত্যু হল টোটো চালক ও এক যাত্রীর।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার গোচিয়ার এলাকায়।ঘটনার পরে রবিবার টোটো যাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন টোটো চালক খালেক মিয়া (৩৫),বাড়ি গঙ্গারামপুর ঢলদিঘি পুরানপাড়া এলাকায়। অপরজন মহম্মদ কালাম (২৩) বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়।জানাগেছে শনিবার রাত্রি ৯টা নাগাদ টোটো চালক মালেক মিয়া গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী নিয়ে ফুলবাড়ীতে যাচ্ছিল। সেইসময় ফুলবাড়ীর দিকেই যাচ্ছিলো মাল বোঝাই একটি লরি।সেইসময়ে গোচিয়ার এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে ধান বোঝাই লরিটি উল্টে যায় টোটোর উপরে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো যাত্রীর এবং গুরুতর আহত অবস্থায় টোটো চালককে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানান্তরিত করা হয় মালদায়।সেখান থেকে কলকাতা যাবার পথে মৃত্যু হয় টোটো চালকের।ঘটনার পরে শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবার সহ এলাকাজুড়ে।এই ঘটনার পরে রবিবার টোটো যাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানা পুলিশ|