বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে যান মদন মিত্র | সেখানে চিকিৎসকের পরামর্শ নেন তিনি | চিকিৎসক প্রেসক্রিপশনে বেশ কিছু ওষুধ লিখে দেন এবং কয়েকটি পরীক্ষা করার কথা বলেন | সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন একজন দাপুটে নেতা হওয়া সত্বেও, সরকারি হাসপাতালে আরো পাঁচজন সাধারণ মানুষের মতোই লাইন দিয়ে দাঁড়িয়ে পরিষেবা নেওয়ার কথা | সেকথায় সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছেন তিনি |
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের সিবিআই তলব এড়ানো নিয়ে আগেই কবিতা পাঠ করেছিলেন বিজেপি নেতা রুদ্রনিল ঘোষ | এবার তিনি সোশ্যাল মিডিয়ায় আরো একটি কবিতা পাঠ করেছেন | তবে রুদ্রনীলের একের পর এক কবিতার পাল্টা জবাবে উত্তর দিলেন মদন মিত্র | রুদ্রনীল কে কটাক্ষ করে একখানা গান বাঁধলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির