September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাত পোহালে তৃণমূলের রাজভবন অভিযান

Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)

রাত পোহালে তৃণমূলের রাজভবন অভিযান | বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে গিয়ে হেনস্তার মুখে পড়েছিল তৃণমূল সংসদ | এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাতে দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূল সংসদ ও বিধায়করা |

তবে বৃহস্পতিবার, রাজভবনে থাকছে না রাজ্যপাল | জানা গিয়েছে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল | তবে এই ধরনার নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | অভিযোগ এদিন সন্ধ্যাবেলা সাক্ষাতের সময় দিয়েও দেখা করেনি কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রী স্বাধী নিরঞ্জন জ্যোতি | রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের বসিয়ে রাখেন তিনি |