April 29, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে কেন্দ্রীয় দল, প্রধানমন্ত্রীকে চিঠি বিরক্ত মুখ্যমন্ত্রীর

রাজ্যে কিছুটা অপ্রত্যাশিত ভাবেই পৌঁছেছে কেন্দ্রীয় দল। করোনা সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে আসছে, এ কথা জানিয়ে যে চিঠি মুখ্যসচিবকে পাঠিয়েছিল কেন্দ্র, সেই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছিল, রাজ্য সরকার যেন কেন্দ্রীয় প্রতিনিধিদের পরিবহণ তথা যাতায়াত সংক্রান্ত সহায়তা দেয়। কিন্তু কেন্দ্রীয় দল কলকাতায় পৌঁছনোর পরে রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করে বিএসএফ এবং এসএসবির মতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সহায়তায় রাজ্যের নানা প্রান্তে যায়। প্রধানমন্ত্রীকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু যাতায়াতের জন্য সহায়তা চাওয়াই নয়, আগে রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি জেনে নিয়ে তার পর পরিদর্শনে যাওয়াটাই যে প্রতিষ্ঠিত রীতি, সে কথা মোদীকে মনে করিয়ে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় দল রাজ্যে আসছে, সে কথা অমিত শাহ এ দিন তাঁকে জানানোর আগেই কেন্দ্রের প্রতিনিধিরা কলকাতা বিমানবন্দরে নেমেছেন— চিঠিতে এ কথা লিখে নিজের বিরক্তি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কোনও অসৌজন্যমূলক কথা মুখ্যমন্ত্রী লেখেননি। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে সৌজন্য জরুরি, তা যে তিনিও কেন্দ্রের কাছ থেকে আশা করেন, মুখ্যমন্ত্রী নিজের চিঠিতে সে কথা বুঝিয়ে দিয়েছেন।