মঙ্গলবার রাজ্যের একাধিক নির্বাচনী সভা করেন অমিত শাহ। উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পালের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন তিনি। শাহের কথায়, দিদি বলছে, “বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি বলছি, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা করে বাড়িয়ে দেব।” শুধু সামাজিক কল্যাণ প্রকল্প নয়, উলুবেড়িয়ার ঐতিহ্য় জড়ি শিল্পের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “উলুবেড়িয়ার ঐতিহ্যপূর্ণ পণ্য জড়ি। এই শিল্পে ২০ লক্ষ লোক কাজ করতেন। কিন্তু তৃণমূলের কাটমানি গুন্ডারা কাজ বন্ধ করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্টে’ প্রকল্পের মাধ্যমে জড়িগ্রাম পুনর্জ্জীবিত করব।”

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি