সাদা নীল বনাম গেরুয়া যুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে আটকে টাকা আর সেই অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্য সরকার | সেই রং বিতর্কের মাঝে এবার জাতীয় কমিশনকে টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী । তিনি আবেদনে জানালেন, “জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক | নইলে প্রকল্প চালাতে অসুবিধা হচ্ছে” |
প্রসঙ্গত, তথ্য বলছে রাজ্যের ৬৫টি ব্লগ ও ২৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তৈরি খরচের খতিয়ান ৬ মাস আগে স্বাস্থ্য কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন । চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই পাঞ্জাব উত্তর প্রদেশ মনিপুর সহ ১৩ টি রাজ্যকে uc অপেক্ষা না করে বকেয়া মিটিয়ে দিলেও রাজ্যের প্রাপ্য 826.72 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় অর্থ কমিশন | এসব কেন্দ্রগুলি গেরুয়া না হওয়ার জন্যই টাকা আটকে দিয়েছে বলে অভিযোগ |
পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, শিশুসাথী, চোখের আলো সহ বিভিন্ন স্বাস্থ্য খাতে বিনামূল্যে চিকিৎসা হয় | সেসব প্রকল্পের সঙ্গে জাতীয় কমিশনের তুলনা করেছেন মুখ্যমন্ত্রী । কিভাবে এত বাধা সত্ত্বেও স্বাস্থ্যখাতে এত প্রকল্প চালিয়ে যাচ্ছে সে কথা চিঠি বিশদে তুলে ধরেছেন তিনি |
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি