
মালদাঃ-পুরাতন মালদার নারায়ণপুরে মাল লোড করে দড়ি বাঁধতে গিয়ে লরি থেকে পড়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নারায়ণপুর হরলিক্স ফ্যাক্টরিতে।
জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম রাজেন্দ্র যাদব(৪৫)। বাড়ি বীরভূম জেলায়। কর্মসূত্রে নারায়ণপুরে হরলিক্স ফ্যাক্টরিতে থাকতেন তিনি। হঠাৎ লরির উপর থেকে পড়ে গুরুতর জখম হয় সে। ঘটনার পর অন্যান্য শ্রমিকরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা