
মালদাঃ- থেমে নেই টিম তারাশঙ্কর চ্যারিটি,আবারও এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে বাড়ি পৌঁছে নজির গড়লো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। শ্রীরামপুর অঞ্চলের ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া গ্রাম কলাইবাড়ি এলাকায় চলে এসেছিলো এক মানসিক ভারসাম্যহীন মহিলা। সেই মহিলাকে দেখতে পেয়ে গ্রামের মানুষ খবরদেয় টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যদের। খবর পাওয়া মাত্রই টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে। তারপর সেবা সুস্রোতা চলে। জানা যায় ওই মহিলার নাম মাইনো সরেন। গ্রাম দমনগড়িয়া।
তারপর সেখানকার পাকুরিয়া থানার সাথে কন্ট্যাক্ট করা হয়। পাকুরিয়া থানা তখন কন্ট্যাক্ট করে সেখানকার গ্রামের মুখিয়া অর্থাৎ প্রধানদের সাথে। জানা যায় ওই মহিলা প্রায় 1.5(ডের) বছর ধরে নিখোঁজ। তারা বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হৃদিস পাইনি। তারপর টিম তারাশঙ্কর চ্যারিটির মাধ্যমে তারা জানতে পারে, ওই মহিলা বর্তমানে রয়েছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্ভুক্ত শিরশী গ্রামে। তারপর তারা স্কোরপিও গাড়িতে করে ওই মহিলাকে নিয়ে যায়।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা