
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের এক হাসিখুশি ছবি শেয়ার করেছিলেন অপরাজিতা আঢ্য | তবে সেই হাসির পিছনে ছিল মন খারাপের দুঃখ । সেই সময় তার মা ছিলেন গুরুতর অসুস্থ | তবে অবশেষে জানা গেল সোমবার বার্ধক্য জনিত কারণে প্রয়াত হয়েছেন অপরাজিতার মা তৃপ্তি আঢ্য ।
মাকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন অভিনেত্রী | সোমবার সকাল সাড়ে নটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপরাজিতার মা | সোশ্যাল মিডিয়ায় শোক সংবাদ শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই | অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রীর মা | বরাবরই নিজের জন্মদিন ধুমধাম করে পালন করতেন অপরাজিতা | তবে এ বছর জন্মদিনে মাকে দেখতে হাওড়ায় মায়ের কাছে গিয়েছিলেন তিনি | সেদিনই তিনি জানিয়েছিলেন যে মা খুব অসুস্থ |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির