কথায় আছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’। সেই প্রবাদ সত্যি করে মাঘে দাপিয়ে ব্যাটিং করে চলেছে শীত । রাজ্যজুড়ে নিম্নমুখী তাপমাত্রা রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে। উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে তা আরও কম। কমেছে কুয়াশার দাপট, সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া শীত আরও উপভোগ্য। তবে বৃষ্টির পূর্বাভাস থাকছেই।
জানুয়ারির শেষ সপ্তাহে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। বুধবার থেকে আবারও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা তো থাকবেই। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে দক্ষিণের জেলাগুলি।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ