December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভাঙতে হবে বাড়ি, জিনিসপত্র গুটিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি বউবাজার বাসিন্দাদের

মেট্রোর কাজের জন্য ফাটল দেখা দিয়েছে বাড়িতে | তবে এর জন্যই বাড়ি ভাঙ্গা হবে | এবং সেই সমস্ত বাসিন্দাদের আপাতত বাড়ি খালি করে দিতে হবে | বাসিন্দাদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ |

সেইমতো এবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ঘর খালি করার প্রক্রিয়া শুরু করল বউবাজারের বাসিন্দারা |

জানা গিয়েছে, 19 দুর্গা পিতুরি লেনের বাসিন্দারাও শুনেছিলেন তাদের বাড়ি ভাঙ্গা পড়বে | তবে অকালে এমন বাড়ি ভাঙ্গা পড়ায় চিন্তিত বউবাজারের বাসিন্দারা |