দিনের মাঝে ভয়াবহ বাস দুর্ঘটনা সেক্টর ফাইভে | সেক্টর ফাইভ এর কলেজ মোড়ে একটি বাস এসইউভি কে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায় | বাসে কয়েকজন যাত্রী কম বেশি আহত হয়েছেন |
জানা গিয়েছে, টেকনোপলিসের দিক থেকে ওয়েবেল মোড়ের দিকে যাচ্ছিল একটি ছাই রং এর suv | ঠিক সেই সময় কলেজ মোড়ের দিকে দ্রুত গতিতে ছুটে আসে বেসরকারি একটি বাস । বাসটি ছুটে এসেই ধাক্কা মারে গাড়িটিকে | এরপর কলেজ মোড়ে উল্টে যায় বাসটি | ভয়াবহ এই দুর্ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে । এই একই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই মোটর বাইক আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন । তবে জানা গিয়েছে সেই সময় লাল সিগনাল ছিল | বাসটি সিগন্যাল ভেঙে এগিয়ে আসে এবং গতিবেগ অত্যন্ত বেশি থাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী