January 26, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ব্যাংক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আশা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

মালদা-‌ব্যাঙ্কের তিন কর্মীর করোনা রিপোট পজিটিভ আশায়, আতঙ্কে অনর্দিষ্ট কালের জন্য বন্ধ করা হল সংশ্লিষ্ট ব্যাঙ্ক। এদিকে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শাখায় টাকা তুলতে এসে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকেরা। দীর্ঘক্ষণ ধরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে অররোধ ওঠে।আগামী মঙ্গলবার যথারীতি ব্যাঙ্ক খোলা বলে বলে আশ্বাস দিয়েছেন পুলিশাধিকারিকরা। ঘটনাটি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ।এক গ্রাহক গিতা সিংহ বলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমার ছেলে ব্যাঙ্গালোরে চিকিৎসাধিন এখন ছেলের চিকিৎসা জন্য টাকা লাগবে কি করে পাবো এখন টাকা ‘‌ব্যাঙ্কের কর্মীরা বলেছে করোনা জন্য ব্যাঙ্ক অনিদিষ্টিট কালের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।কি করে আমার ছেলে চিকিৎসা করাবো। এই পরিস্থিতি জন্য আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এ ভাবে আগে থেকে না জানিয়ে ব্যাঙ্ক বন্ধ করার কোনো মানেই হয় না। এখন আমরা কী করে টাকা তুলবো।আমার মতো অনেকেই সমস্যায় পড়েছেন।’