হেমন্তের হাওয়ায় সাময়িক বদল ঘটবে। উত্তর-পূর্ব দিক থেকে বাতাস বইছে। ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে। আপাতত কিছুটা ঊর্ধ্বমুখী হবে পারদ। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে। জেলায় জেলায় শীতের আমেজ কমবে।
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে। এর ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলির দু এক জায়গায় এই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরদিন ৪ তারিখেও উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, থাকছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ