
বিয়ে করতে চলেছেন তৃণা সাহা | সোশ্যাল মিডিয়ায় এমনই জল্পনা ঘুরে বেড়াচ্ছে | সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন তৃণা | আর যার ক্যাপশনে তিনি লিখেছেন, “আবার বিয়ে” | সেই পোস্ট ঘিরেই নেটিজেন দের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা ।
তবে কি এবার নীলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চলেছেন তৃণা? তবে এই ছবিতে দেখা যাচ্ছে ছোট পর্দা জনপ্রিয় মুখ কৌশিক রায়কে | তবে কি এবার কৌশিক রায়কে বিয়ে করতে চলেছেন তৃণা? আসলে ছবিটি শ্যুটিংয়ের । বালিঝড় ধারাবাহিকে বিয়ের পিঁড়িতে মহার্ঘ্য ও ঝোরা । সেই চরিত্রেই দেখা যায় কৌশিক ও তৃণাকে । খরকুটার পর ফের একই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তৃণা ও কৌশিককে |
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’