
বালুরঘাট থানার বেলাইন এলাকায় এক যুবকের গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে গ্রামবাসীদের চোখের সামনেই আত্মঘাতী হয় ওই যুবক। প্রাথমিক অনুমান লকডাউনে কাজ হারিয়ে, আর্থিক অনটনে পারিবারিক অশান্তির কারণ এ আত্মঘাতী হয় সে। মৃত যুবকের নাম উত্তম মন্ডল।
এদিন সকাল থেকেই গাছের মগডালে উঠে বসে থাকে উত্তম মন্ডল নামে ওই যুবক। জানা যায় বেশ কিছুদিন হল তার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে রয়েছে। গ্রামবাসীরা গাছের মগডাল থেকে তাকে নামানোর চেষ্টা করলেও নামানো যায় নি। পরবর্তীতে দমকল ও পুলিশে খবর দেয়া হয়। কিন্তু তারা পৌঁছানোর আগেই গায়ের গেঞ্জি খুলে, গলায় জড়িয়ে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া