
আজ বুধবার সকালে বালুঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম পাতা বর্মন 38। বাড়ি বোয়ালদার এলাকায়। এদিন সকালে রেললাইনের নির্জন এলাকায় একটি কালভার্টের নিচে দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের অনুমান, ধারাল অস্ত্র ও পাথর দিয়ে ওই মহিলাকে খুন করে বলে অভিযোগ। পরিবারের দাবি কাল বিকেলে ভেকসিন নিতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি।আজ সকালে খবর পায় বোয়ালদার এলাকায় দেহ দেখা যায় তাদের দাবি তাকে খুন লরা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস ও জি আর পি দেহ উদ্ধার করে পুলিস ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে মারা গেল তার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা ও রেল পুলিস।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা