বাবা হওয়ার আনন্দে বিভোর রণবীর সিং | সেই আনন্দে অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনকে হাত ধরে নিয়ে যান মঞ্চে। তার পর দুজনে নাচতে শুরু করেন। এতেই তীব্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায় |
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় আইভরি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন দীপিকা। রণবীরের পরনে ছিল কালো গলাবন্ধ। যার সামনে রয়াল ব্লু স্ট্রোক। অনুষ্ঠানে প্রথমে দর্শকাসনের সামনে ছিলেন রণবীর। রণবীর-দীপিকার স্টেজে ওঠার মুহূর্তেই ‘দিল ধড়কনে দো’ সিনেমার ‘গল্লা গুড়িয়া’ গানটি বেজে ওঠে। আর তাতেই রণবীর-দীপিকা নেচে ওঠেন। রণবীরের এই কাজেই অসন্তোষ সোশাল মিডিয়ায়।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী