December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাবা মেয়ের কাহিনী নিয়ে বড় পর্দায় আসছে “আয় খুকু আয়”

বাবা ও মেয়ের সম্পর্কের কাহিনী নিয়ে তৈরি “আয় খুকু আয়” | এই ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | আর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় |

নিজের ফ্যান হয়েই বড় পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | জিতের প্রযোজনায় “আয় খুকু আয়” তৈরি করেছেন পরিচালক সৌভিক কুন্ডু | ছবিতে নির্মল নামের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ | একসময় স্টেজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে নকল করতেন নির্মল | কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেহারা ভেঙে গিয়েছে | মাথায় পড়েছে টাক | অনেকেই নির্মলকে টেকো প্রসেন বলে কটাক্ষ করে | এত কিছু সহ্য করে একজন বাবা কিভাবে তার মেয়েকে বড় করে তা নিয়েই তৈরি আয় খুকু আয় |