
বাতিল হল অমিত শাহর কলকাতার কর্মসূচি | মঙ্গলবার এ কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | কথা ছিল আগামী 16 এপ্রিল বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | 16 তারিখ উত্তরবঙ্গে এবং তার পরের দিন অর্থাৎ 17 তারিখ কলকাতায় তার কর্মসূচি ছিল | কিন্তু তা বাতিল হল বলে জানা গিয়েছে |
উপনির্বাচনে বালিগঞ্জ আসানসোলে বিজেপির ভরাডুবি নিশ্চিত অনুমান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর ঘিরে অনিশ্চয়তার মেঘ জমেছিল আগেই | বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিল ঐদিন অমিত শাহ যেন বাংলায় না আসেন |
More Stories
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা