
২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’। সেই সিনেমায় মূল চরিত্রে ছিলেন সুপারস্টার দেব এবং শুভশ্রী । তবে শোনা যাচ্ছে, দেব-রাজ জুটি আবারও ফিরছেন বড় পর্দায়। তবে সব ঠিক থাকলে, এইবারই নাকি সেই খবর সত্যি হতে চলেছে । তাঁদের বড়ো পর্দায় ফেরার একমাত্র কারণ ‘চ্যালেঞ্জ ৩’।
প্রসঙ্গত, ২০১২ সালে রাজ-দেব জুটি আবারও ফিরেছিলেন ‘চ্যালেঞ্জ ২’ নিয়ে। যদিও বা এই সিনেমায় দেবকে দেখতে পাওয়া গেলেও, তাঁর বিপরীতে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাওয়া যায়নি। তার বদলে সিনেমায় ছিলেন অন্য দুই নায়িকা, পূজা বসু এবং ঋত্বিকা সেন।
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’