September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বঙ্গে আসছেন অমিত শাহ

আগামী বুধবার বেলা এগারোটা পাঁচ নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ু সেনা বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ । আগামী ২৯ তারিখ ধর্মতলা মেঘা সম্মেলন রয়েছে বিজেপির | ১০০ দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের বঞ্চনা আন্দোলনের পাল্টা একুশে জুলাই সাবাস্থলে সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি । আর সেখানেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ |

বুধবার ভিক্টোরিয়া হাউস এর সামনে বিজেপির সেই সভা হবে | ঐদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা দুপুর একটা নাগাদ | এরপর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | সেখান থেকে গাড়ি করে আসবেন ধর্মতলা বিজেপির সভা মঞ্চে | তিনটে ৪৫ মিনিট নাগাদ কলকাতা থেকে দিল্লিগামী বিমান করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন অমিত শাহ |