বলিউডের অন্যতম নায়িকা হলেন বিদ্যা বালান | সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে বিদ্যা বালান দুটো ছবি শেয়ার করেছেন | ক্যাপশনে তিনি লিখেছেন এক ফ্যানের সঙ্গে তার সেলফি তোলার ঘটনা | আর সেখান থেকে তার জীবনের এক অভিজ্ঞতার কথা জানান তিনি | আয়নার সামনে দাঁড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন তিনি ।
সমাজের প্রতি দায়বদ্ধতা বা তার জীবনের দৃষ্টিভঙ্গি বরাবরই অন্যদের থেকে আলাদা ভাবে তুলে ধরেছেন বিদ্যা বালান | বডি শেমিং নিও বারবার প্রশ্ন করা হয়েছে তাকে |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী