নতুন বছরের শুরু থেকেই করোনার ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে সরকারকে | এরইমধ্যে প্রতিদিনই হুহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 82 হাজার 889 জন | একদিন দেশে করোনার বলি হয়েছেন 441 জন | মৃত্যুর হার আগের দিনের তুলনায় অনেকটাই বেশি | যা চিন্তায় রাখছে স্বাস্থ্য মহলকে | এরইমধ্যে নয়া ভেরিয়েন্ট অমিক্রণ আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে 8 হাজার | দেশে যে কয়েকটি রাজ্যের সংক্রমণ উদ্বেগজনক তারমধ্যে অন্যতম মহারাষ্ট্র, দিল্লি |

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি