September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পেক্ষাগৃহে টাইগার 3 চলাকালীন ভক্তদের উল্লাস

TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)

পেক্ষাগৃহে টাইগার 3 চলাকালীন ভক্তদের উল্লাস | এবার অতি উল্লাসে মাশুল গুনতে হয়েছে তাদের | দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগে আইনের জালে আটকালো ভাইজানের ভক্তরা |

প্রসঙ্গত, টাইগার 3 সিনেমার স্ক্রিনিং এর সময় মহারাষ্ট্রের নাসিকের এক পেক্ষাগৃহে দেদার শব্দবাজি ফাটাতে শুরু করেন ভাইজানের ভক্তরা | সেখানে কেউ কেউ আবার বিকট শব্দবাজি আওয়াজে আতঙ্কে গুটিয়ে যান | এক প্রকার দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিলেন ভাইজানের ভক্তরা | এরপরই এমন ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আসে সেখানে | এবং পেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় | পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে |